ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে মাহা-ইমজা তৃতীয় মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যানেল আই ইউরোপ চ্যাম্পিয়ন ও নিউজ টোয়েন্টিফোর রানার্সআপ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ২-১ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে।
ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার উদ্যোগে এ জমজমাট ফুটবল আসর রবিবার থেকে শুরু হয়। এতে অংশ নেয় ৪টি দল। এর মধ্যে যমুনা টেলিভিশন ও বাংলাভিশন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান এবং বিশেষ অতিথি মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও এসসিএসের সদ্য প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমদ সহ অন্যান্য অতিথি পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইমজার সভাপতি আশরাফুল কবির। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু।
Leave a Reply