নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, এখন বাণিজ্যের যুগ। গোটা বিশ্বে বাণিজ্যিক সম্পর্কেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তাই বাংলাদেশেও বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাণিজ্য মন্ত্রী সিলেটকে বাণিজ্য সম্ভাবনাময় বলে উল্লেখ করে এখানে বাণিজ্য মেলার জন্যে জায়গা নির্দিষ্ট করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। সভাপতিত্ব এসএমসিসিআইর সভাপতি হাছিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, পঞ্চম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার জলিল।
Leave a Reply