বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায়, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্কস এ্যাক্টিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ আগামী রবিবার ও সোমবার ৩০ ও ৩১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে সোমবার বিকেল ৫টায় মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো মজিবর রহমান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply