নিজস্ব প্রতিবেদক : সিলেটেসহ সারা দেশে ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার, ৩০ সেপ্টেম্বর (১৫ আশ্বিন) নানা কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। সভাপতিত্ব মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক সাবিনা ইয়াসমিন শিল্পী এবং শিশু মাহামিদ ফারাবী মাসনুন ও নুজাইফা হানফি তাহা। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন।