নিজস্ব প্রতিবেদক : আদালত এলাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের সাংবাদিক সংগঠনগুলোর ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য শেখ নাসির। পরিচালনায় ছিলেন, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু।
Leave a Reply