নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকালীন জনসভাস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে তারা সেখানে যান। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার সহ অন্যরা।
সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর সিলেটের জনসভা স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত হবে।
Leave a Reply