নিজস্ব প্রতিবেদক : ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিলেট কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশ এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ড। পরিচালনা করেন, যুব সংগঠক শাহীন আহমদ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।
Leave a Reply