সিলেটে ‘সুস্বাস্থ্যেই সুবিচার-মাদক মুক্তির অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মাদকের হাত থেকে সন্তানদের রক্ষা করতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট রেঞ্জের পুলিশ সুপার নূরুল ইসলাম, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সমাজসেবী জামিল চৌধুরী ও নারকসের অর্থ সম্পাদক আলম হোসেন চৌধুরী। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
Leave a Reply