বিশেষ প্রতিবেদক : প্রায় ৩৭ বছর পর আবার সিলেটের মাটির নিচে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেলো।
গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরেই তেলের সন্ধান পাওয়া গেছে।
পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) জ্বালানি তেলের প্রবাহ পাওয়া গেছে। তবে পুরো মজুদ সম্পর্কে নিশ্চিত হতে ৪-৫ মাস অপেক্ষা করতে হবে।
তেল ছাড়াও এই কূপের ৩টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
মাস দুই আগে সিলেট গ্যাস ক্ষেত্রের এই কূপ খনন শুরু হয়।
রবিবার, ১০ ডিসেম্বর সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম দিন ২ ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে। তবে আপাতত উত্তোলন বন্ধ। কারণ আগে মজুদের বিষয়টি নিশ্চিত হতে হবে। আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
ইতোমধ্যে সিলেটের নতুন খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জৈন্তাপুর উপজেলার হরিপুরে ৭ নম্বর কূপে দেশে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়।
Leave a Reply