দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী হজরত শাহজালাল (র) ও শাহপরান (র) মাজার জিয়ারত এবং জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার, ৮ জানুয়ারি (২৪ পৌষ) সকাল সাড়ে ১১টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
এ সময় শফিকুর রহমান চৌধুরী বলেন, জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নবঞ্চিত থাকা এই এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি উন্নয়ন অভিযাত্রায় বিশ্বনাথ-ওসমানীনগরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ শাকির আহমদ শাহীন, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য নাজরা চৌধুরী, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন আফতাব, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলী, জেলা যুবলীগের সহসভাপতি ছয়ফুল আলম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর যুবলীগের সদস্য উবেদ, মহানগর তাঁতী লীগের সহসভাপতি কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, মারুফ আহমদ, জাকির নূর চৌধুরী, রতন মনি দাস প্রমুখ।
শফিকুর রহমান চৌধুরী পরে দিনভর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply