‘করোনা’ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সিলেটের মাইক ও সাউন্ড সিস্টেম মালিক-শ্রমিকরা সরকারের কাছে প্রণোদনা চেয়ে মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সিলেট জেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক প্রতিনিধিরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনা’ পরিস্থিতিতে মাইক ও সাউন্ড সিস্টেম পেশায় জড়িত শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। মালিকদের ঋণের বোঝাও ভারী হচ্ছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিসহ জীবনযাপন করছেন।
Leave a Reply