সিলেটে জেলা মহিলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর মিরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা কামরান ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর শাহানারা বেগম এবং ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ। সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা।
Leave a Reply