মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ২৪ বছর পূর্তি উৎসবে তৃতীয় দিনে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে মহানগরীর মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট বিভাগীয় জেলা ও মহানগর শাখার যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসুচি পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশের উপ পুলিশ ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড হিমাদ্রি শেখর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য ও ডা আরমান আহমদ শিপলু, নিরেশ চন্দ্র দাস, অঞ্জন চক্রবর্তী, জলধীর রঞ্জন চৌধুরী, প্রণব কুমার দেবনাথ, চন্দন দাশ ও জি ডি রুমু। পরিচালনায় ছিলেন, মহালয়া উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস।
Leave a Reply