নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহামারি করোনার ছোঁবলে আরও একজন মারা গেলেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৫৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সংক্রমণ হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দিন শুক্রবার এই হার ছিল ২১ দশমিক ৭৯ শতাংশ আর বৃহস্পতিবার ৯ দশমিক ৫২ শতাংশ। তবে এ দুদিন কেউ মারা যাননি।
শনিবারের প্রতিবেদনে একজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে।
Leave a Reply