প্রতি বছরের মতো এবারো বর্ণিল আয়োজনে গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল আজাদ, সম্পাদক সুরঞ্জিত বর্মণ ও সংগঠনের সদস্যবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
এর আগে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আল আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ইকবাল হোসাইন, সাংবাদিক ছামির মাহমুদ, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ অনুশীলনের সম্পাদক সুরঞ্জিত বর্মণ, সদস্য মাহবুবুল আলম মিলন, শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, অধ্যাপক আব্দুল জলিল, প্রধান শিক্ষক জ্যোতির্ময় পাল, সংস্কৃতিকর্মী আবু তাহের, শাহ আদনান, মুক্তিযোদ্ধা সন্তান কলি সেন, সিলটিভির প্রতিবেদক হেনা মমো ও লতিফুর রহমান উজ্জ্বল। পরিচালনায় ছিলেন, ধ্রুব গৌতম।
পরে সংগঠনের সদস্য সাইমূম আনজুম ইভানের পরিচালনায় মৃত্তিকায় মহাকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সিলটিভি সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply