সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা মহান শিক্ষা দিবস পালন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি মিছিল বের হয়ে কামরান চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর শাখার দপ্তর সম্পাদক পলাশ কান্ত দাস, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক নিশাত কর সানি ও মদনমোহন কলেজ শাখার সংগঠক মো সাকিব রানা।।
বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে বাবুল, মোস্তফা ও ওয়াজিউল্লাহ রক্তে মূলত সবার জন্য বিনামূল্যে শিক্ষার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার শাসকরা শিক্ষাকে সাম্প্রদায়িক করতে চেয়েছিল। শিক্ষা সংক্রান্ত দাবি নিয়ে আইয়ুবী স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রজনতা রক্ত দিয়েছিল। অথচ বাংলাদেশের স্বাধীনতার ৪৯ বছর অতিক্রান্ত হলেও সার্বজনীন শিক্ষার অধিকার বাস্তবায়িত হয়নি-বরং টাকার বিনিময়ে শিক্ষা বিক্রি হয়েছে। স্বাধীনতার পর প্রণীত প্রতিটি শিক্ষানীতিতে বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণকে অবারিত করা হয়েছে। করোনাকালেও সরকার শিক্ষার্থীদের পক্ষে দাড়াঁয়নি। চলতি বছরের ছাত্রমেস ভাড়া মওকুফে কার্যকর কোন উদ্যোগ নেয়নি। শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে অনলাইন ক্লাস চালু করেছে।
বক্তারা, শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে আগামীদিনে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply