নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার। আজীবন সংগ্রামী এই জননেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটে দিনটি পালন করা হয়েছে।
সন্ধ্যায় মহানগরীর তালতলায় গণতন্ত্রী পার্টির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী। সভাপতিত্ব করেন, জেলা সহ সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী। সাধারণ সম্পাদক আরিফ মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি আসাদ খান, আব্দুল কুদ্দুছ সরদার, মাছুম আহমদ, সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন ও শংকর ঘোষ।
Leave a Reply