নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট প্রতিবছরের মতো এবারও মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জাতীয় সংগীত পরিবেশন ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল আজাদ। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সেক্টর কমান্ডারস ফোরামের বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল, এডভোকেট ড শহিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি সালাউদ্দিন পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সদস্য অধ্যাপক আব্দুল জলিল। পরিচালনায় ছিলেন, সদস্য ধ্রুব গৌতম।
Leave a Reply