সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে অন্যান্য বছরের মতো এবারো মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবীবাজারে মুক্ত প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ৫ দিনব্যাপী এ নাট্য প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যজন সারা যাকের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে এবার একুশে পদকপ্রাপ্ত তথ্য প্রযুক্তিবিদ ড জামিলুর রেজা চৌধুরী, স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ ও লোকগীতি শিল্পী সুষমা দাশ এবং নাট্যব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ও বাউল আব্দুর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তবে ব্যস্ততার কারণে ড জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
নাট্য প্রদর্শনীতে ৫টি নাটক মঞ্চস্থ হবে।
Leave a Reply