নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত এক কর্মশালায় অভিমত রাখা হয়েছে, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মশালায় তথ্য প্রকাশ করা হয়, দেশে ৬ হাজারেরও বেশি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার দেড়শ প্রতিনিধি অংশ নেন।
Leave a Reply