নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ভূমিদস্যুদের কবল থেকে মনিপুরী যুব সমিতির ভূমি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী ও সিলেটের জেলা প্রশাসক সহ সচেতন সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
শনিবার মহানগরীর শিবগঞ্জ সেনপাড়া মনিপুরী যুব সমিতি মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সহযোগিতা কামনা করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন, মনিপুরী যুব সমিতির সভাপতি ধীরেন সিংহ।
তিনি বলেন, রায়নগর মৌজার ঐ ভূমিতে প্রায় ৫০ বছর ধরে মনিপুরী যুব সমিতির কার্যালয় রয়েছে। এখান থেকে মণিপুরী সম্প্রদায়ের জন্য পরিচালিত হচ্ছে নানা উন্নয়ন কর্মকাণ্ড। ১৯৭৭ সালে এখানে মণিপুরী তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠে।
ইদানিং এই সম্পদের উপর একটি ভূমিখেকো চক্রের কুদৃষ্টি পড়েছে। তারা উঠে পড়ে লেগেছে তা গ্রাস করতে। এই চক্রান্তের প্রতিবাদে ৩ মার্চ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মানববন্ধন করা হয়েছে।
Leave a Reply