সিলেটে ‘ভ্যাট প্রদানের বিধানাবলী’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। উদ্বোধক ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিশনার পায়েল পাশা, রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক, তানভির হাসান, আহসান উল্লাহ, আব্দুল হান্নান ও নেয়াজুর রহমান।
Leave a Reply