নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘ভ্যাট প্রদানের বিধানাবলী’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে চেম্বার সম্মেলন কক্ষে রবিবার বিকেলে দু দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
সোমবার বিকেলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত কমিশনার (সার্বিক) আজম খান। বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার শফিকুল ইসলাম ও কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মো এমদাদ হোসেন, ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, প্রশিক্ষণার্থী সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সভাপতি শাহ আলম ও সিলেট ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বাবলু।
প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো আজম খান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সিংহভাগই পরিচালিত হয় ব্যবসায়ীগণ প্রদত্ত রাজস্ব থেকে। রাজস্ব আহরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এজন্য ব্যবসায়ীদেরকে ভ্যাট, ট্যাক্স ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
কর্মশালার ২য় দিনে সুপারশপ, দেশী ব্র্যান্ডের কাপড়ের শো-রুম, ফার্ণিচার, টাইল্স ও স্যানিটারি, বিস্কুট ও বেকারি, স্টিল প্রোডাক্টস, মিষ্টান্ন ভান্ডার/শো-রুম ও এমএস প্রোডাক্ট্স খাতের ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়।
Leave a Reply