নিজস্ব প্রতিবেদক : সিলেটে দ্বিতীয় দিনে বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।
সোমবার সকাল ৯টা থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের প্রথম সহ সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী করোনা ভ্যাকসিন নেন।
এদিকে জানা গেছে, প্রথমদিন যারা ভ্যাকসিন নেন তারা সুস্থ আছেন। কারোর কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
Leave a Reply