নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশারাফুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত।
Leave a Reply