নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ভারি বর্ষণে টিলা ধসে একই পরিবারের তিন জন প্রাণ হারিয়েছেন।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার, ১০ জুন (২৭ জ্যৈষ্ঠ) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ১৫ ঘণ্টায় সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এতে সকাল ৬টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় এই টিলা ধসের ঘটনা ঘটলে ৩ পরিবারের ১১ জন মাটিচাপা পড়েন। এরমধ্যে তাৎক্ষণিক ৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৩ জন আটকা পড়ে যান।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সিলেট সিটি করপোরেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী। দুপুর দেড়টায় মাটিচাপা পড়া ৩ জনের মরেদহ উদ্ধার করা হয়।
হতভাগ্য এই ৩ জন হলেন আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও তাদের শিশু সন্তান নাফিজ তানিম (২)।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চামেলীবাগ চলে যান।
তিনি ঘটনাটিকে খুবই মর্মান্তিক উল্লেখ করে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেন।
এছাড়া বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট সিটি করপোরেশন থেকে আহতদের চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানিয়েছেন।
Leave a Reply