নিজস্ব প্রতিবেদক : সিলেটে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচিতে মহান মে দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক, শ্রমিক নেতা আব্দুর রহমান প্রমুখ।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে যায়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
Leave a Reply