নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের ওসমানীনগর উপজেলায় ‘শুটার আনসার’ ও তার সহযোগী, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রবাসী হত্যামামলার আসামি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ডাকাত দলের নেতা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক বুধবার (৬ নভেম্বর/২১ কার্তিক) আনুমানিক দুপুর আড়াইটায় ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামে মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার মামলায় আসামি সিলেট মহানগরীর মেজরটিলা এলাকার ‘শুটার আনসার’ খ্যাত আনসার আহম্মদ রাহুল (৩০, পিতা উনাই মিয়া) ও মো আমিনুল ইসলাম নাঈমকে (২৩, পিতা আলমগীর হোসেন) গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার প্রবাসী হত্যামামলার আসামি হাবিবুর রহমানকে (২২, পিতা লিলফর মিয়া, লতিবপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
গত ২৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ পূর্ববাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।
একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সদর উপজেলার কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলার আসামি ডাকাত দলের সর্দার একই উপজেলার অধিবাসী সায়মন মিয়া (২৪, পিতা শফিক মিয়া, ভাদুঘর) ও ওমর ফারুক ওরফ রনিকে (২০, পিতা আবুল ফায়েজ, দাতিয়ার) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।