নিজস্ব প্রতিবেদক : বৈশাখী টেলিভিশনের ১২ বছর পূর্তি উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বুুধবার সকালে মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে প্রথমে কেক কাটা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু সবাইকে স্বাগত জানান।
Leave a Reply