বৈমানিক, বৃটিশ রয়েল এয়ার ফোর্সের খেতাব প্রাপ্ত সাবেক যুগ্মসচিব, বিশিষ্ট আইনজীবী ও বৃক্ষপ্রেমিক এ এস এম আলী আশরফের স্মরণসভায় বক্তারা বলেছেন, কৃতি পুরুষদের অনুকরণীয় জীবন ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ এস এম আলী আশরফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর প্রমাণ সিলেট মুসলিম সাহিত্য সংসদের প্রায় একশ সাহিত্য সভা তার বাড়িতেই অনুষ্ঠিত হয়। ইতিহাসখ্যাত এই বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ বসু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উভয় বাংলার নন্দিত নাট্যকার হুমায়ুন আহমদসহ উপমহাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিও এই বাড়িতে এসেছেন।
বুধবার সন্ধ্যায় মহানগরীর জেলরোডে একটি হোটেলের সম্মেলন কক্ষে সিলেট ভিশন ও সিলেট যুব উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ এস এম আলী আশরফের ৩২তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সাংবাদিক মুহম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এত প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও লেখক আফতাব চৌধুরী ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, সাংবাদিক খালেদ আহমদ, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, অ্যাডভোকেট জোহরা জেসমিন ও সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা প্রমুখ।
দিনটি উপলক্ষ্যে হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িলদিঘিরপার এ এস এম আলী আশরফ জামে মসজিদ ও মরহুমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply