নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত এক সেমিনারে বেদে সম্প্রদায় সহ দেশের সকল অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তেন ‘বাংলাদেশে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী : উদযোগ ও করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ আমিনুর রহমান ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম।
পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি মনির হেলাল, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি স্বপন কুমার ঋষি, দানেশ সাংমা ও রাজলক্ষী রানী।
Leave a Reply