সাংস্কৃতিক প্রতিবেদক : নানান আয়োজনে সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের তৃতীয় দিন অতিবাহিত হলো। অন্য দুই দিনের মতো শুক্রবারেও আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কয়েক হাজার শ্রোতা-দর্শকের সমাগম হয়।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় ‘কালি ও কলম সাহিত্য সম্মেলন’। সৈয়দ মুজতবা আলী মঞ্চে ‘সমকালীন বাংলা সাহিত্যের রূপরেখা ও সম্ভাবনা’, ‘সমাজ বাস্তবতা ও বাংলাদেশের সাহিত্য’, ‘সাহিত্যে ঐতিহ্য চেতনা ও স্বরূপ সন্ধান’ এবং ‘সাহিত্যে নারী জীবন’ শীর্ষক ৪টি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট লেখকেরা অংশ নেন।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হাসন রাজা মঞ্চে সংগীতের আসর বসে।
Leave a Reply