নিজস্ব প্রতিবেদক : সিলেটে বেইজিং ঘোষণার আলোকে নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, নারী নির্যাতন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় নারীর ভূমিকা নিয়ে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর সুবিদবাজারে অপরূপা মিলনায়তনে মেলা সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় ঢাকার সবুজের অভিযান এর আয়োজন করে।
এতে সভাপত্বি করেন, মেলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুন নাহার বেবি। প্রধান আলোচক ছিলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট শিরিন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড নাসরিন সুলতানা লাকি, আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক রীনা কর্মকার, নারী সংগঠক জাহানার ইসলাম, নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম, সিলটিভির বার্তা সম্পাদক সুবর্ণা হামিদ, মহিলা পরিষদ প্রতিনিধি রওশন আরা মুকুল ও সামজকর্মী সিতারা সিপা।
Leave a Reply