নিজস্ব প্রতিবেদক : একটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে সকল নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যাপক বন্যার আশংকা দেখা দিয়েছে বন্যার। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বাড়িঘরে পানি উঠে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১১০ মিলিমিটার ও সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে সুরমা ও কুশিয়ার সহ সকল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় বহু বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে ফসলি জমি। রাস্তাঘাটও পানির নিচে চলে গেছে।
Leave a Reply