নিজস্ব প্রতিবেদক : সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত পক্ষ কালব্যাপী বৃক্ষমেলা জমে উঠেছে। বিশেষ করে শুক্রবার ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড় জমে ক্রেতাদের। বেচাকেনাও বেশ ভাল হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ৪ আগস্ট সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ বৃক্ষমেলা শুরু হয়।
এতে রয়েছে, বিভিন্ন সরকারি দফতর, নার্সারি ও মধু উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৭টি স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে কেনাবেচা। তবে বিকেল ৩টার পর থেকে ভিড় বাড়তে থাকে।
মেলায় এসেছে বনজ ও ফলদ বৃক্ষচারা। রয়েছে বাড়িঘরের শোভাবর্ধনকারী নানা জাতের গাছও। শনিবার ছুটি থাকায় ক্রেতাদের উপস্থিতি বেশি হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।
ক্রেতারা জানিয়েছেন, এবার চারার রকম বেশি। দামও ক্রয়ক্ষমতার মধ্যে আছে।
Leave a Reply