নিজস্ব প্রতিবেদক : নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের দাবিতে সারা দেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন সিলেটেও বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশও করা হয়। এতে আন্দোলনকারী শিক্ষকরা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
তারা বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply