‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা শিশু একাডেমি কার্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠান বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নজুরুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা তানিয়া লাইজু সুমি। শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রোহিত দত্ত চৌধুরী ও সৈয়দা রাবায়াত দিয়ানা।
এরপর ছিল পুরস্কার বিতরণ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, নৃত্যশৈলী ও শিশু একাডেমির প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন।
Leave a Reply