‘প্রতিটি শিশুর অধিকার-রক্ষা আমাদের অংগীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসনের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে।
রবিবার, ২৯ সেপ্টেম্বর (১৪ আশ্বিন) শিশুদেরকে সঙ্গে নিয়ে রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রাশাসক (শিক্ষা ও আইসিটি) মো শামীম হুসাইন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহীনা আক্তার ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন। শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখে, নুসাইবা আতিক ও ইরফান খান। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়, গ্রিন ডিজেবল ফাইন্ডেশন, ফুলকুঁড়ি আসর, দ্বৈতস্বর, মুক্তাক্ষর ও বাংলাদেশ শিশু একাডেমির সংস্কৃতি বিভাগের প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন। সংবাদ বিজ্ঞপ্তি