সিলেটে ২১শে সেপ্টম্বর বিশ্ব শান্তি দিবস উদযাপনের সকল কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় মহানগরীর দরগা গেইটে রশিদ এম্পোরিয়ামে ড আর কে ধর হলে এই সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখা।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট বিভাগের গভর্নর ড আর কে ধর। কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও মহানগর দফতর সম্পাদক শফিকুর রহমান শফিকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আসাদুজ্জামান, মহানগর সহ সভাপতি মো আনোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা সহ সভাপতি অধ্যাপক ইসলাম উদ্দিন, মহানগর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, সৈয়দ সাব্বির হোসেন, অ্যাডভোকেট বাবুল মিয়া, শাহ আলম, ইউসুফ সেলু, জুনেদ আহমদ, ফয়সল আহমদ, জাহাঙ্গীর আলম, হুমায়ূন রশিদ, শাহীন প্রমুখ।
কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকাল ৪টায় শোভাযাত্রা ও রশিদ এম্পোরিয়ামে আলোচনা সভা।
Leave a Reply