‘সন্ত্রাস নয় জঙ্গি নয়, এসো সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে সিলেটে বিশ্ব অহিংস দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার মানববন্ধন ও শান্তি পদযাত্রা কর্মসূচি পালন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সাংবাদিক ইকরামুল কবীর, ব্লাস্ট সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, নারী সংগঠক হাসিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয়-সকল শ্রেণির মানুষের সমান অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত।
তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে শান্তি পদযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply