ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বিশ্বজয়ী অনূর্ধ ঊনিশ দলের সদস্য তানজিম হাসান সাকিবকে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সংবর্ধনা জ্ঞাপন করেছে।
শনিবার দুপুরে রিকাবীবাজারে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি ও সংবর্ধিত তানজিম হাসান সাকিব।
অনুষ্ঠানে তানজিম হাসান সাকিব সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবধরনের প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
পরে কেক কেটে বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
Leave a Reply