সাংস্কৃতিক প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইমলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। মুখ্য আলোচক ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাস। পরিচালনায় ছিলেন, সাইমূম আনজুম ইভান।
Leave a Reply