নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উপকন্ঠে মিরেরচক এলাকায় বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৫টায় মিরেরচক এলাকার অাছকির আলীর ছেলে আসাদ আলী (৫০) পাশের বিলে জাল নিয়ে মাছ ধরতে যান।
এত সকালে বের হবার পর অনেক বেলা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে বিলের পার্শ্ববর্তী একটি ইটভাটার শ্রমিকরা পাশের জমিতে আসাদ আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন।
পরিবারের লোকজন আসাদ আলীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসাদ আলীর পায়ের নিচ দিকে সাপের কামড়ের দাগ রয়েছে।
Leave a Reply