জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।
বুধবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়।
এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ২৯ জন, সুনামগঞ্জ জেলায় ২৩ জন, মৌলভীবাজার জেলায় ৬২ জন ও হবিগঞ্জ জেলার ৩০ জন।
এদিকে সিলেট বিভাগে ৪ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে আছেন, সিলেট জেলায় ১ হাজার ৪৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ১৭১ জন, মৌলভীবাজার জেলায় ৬৯৫ জন ও হবিগঞ্জ জেলায় ৮৬৬ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন, মৌলভীবাজার জেলায় ১৪ জন ও হবিগঞ্জ জেলায় ১১ জন।
Leave a Reply