দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। সব জেলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতোমধ্যে একদিনে শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭০৮ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১৪৪ জন বেশি। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৪৭ শতাংশ কমেছে।
সিলেট বিভাগে ১ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ৪৭, সুনামগঞ্জে ৩৪৫, মৌলভীবাজারে ২৫৩ ও হবিগঞ্জে ১৪৬। এরমধ্যে সিলেটে ৪১৬ জন, সুনামগঞ্জ ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৬৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৯ দশমিক ৫৩। আগের দিন ছিল ৪২। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৯ দশমিক ৭৩, সুনামগঞ্জে ৩৪ দশমিক ৭৮, মৌলভীবাজারে ৪১ দশমিক ৯০ ও হবিগঞ্জে ৪৫ দশমিক ২১।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এরমধ্যে ৬ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্যজন মারা গেছেন হবিগঞ্জ জেলায়। আগের দিন ১৪ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ২১ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ ও হবিগঞ্জ জেলায় ৯ জন মিলিয়ে ৩৭৭ জন। আগের দিন ৪২৪ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply