দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনায় মৃত্যু, সংক্রমণ ও শনাক্তের হার সবই বৃদ্ধি পেয়েছে। নমুনা পরীক্ষার জন্যে দীর্ঘলাইন এখন প্রতিটি কেন্দ্রে। বিশেষজ্ঞদের আশংকা, পরিস্থিতির অবনতি শুরু হয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৪০ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ৯৮ জন বেশি। শনাক্তের হারও ১ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ২২৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৭৮০, সুনামগঞ্জে ২২১, মৌলভীবাজারে ১০২ ও হবিগঞ্জে ১২০। এরমধ্যে সিলেটে ২৬৬ জন, সুনামগঞ্জ ৭৮ জন, মৌলভীবাজারে ৩৩ জন ও হবিগঞ্জে ৬৩ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার বেড়ে হয়েছে ৩৫ দশমিক ৯৮। আগের দিন ছিল ৩৪ দশমিক ৭৯। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৪ দশমিক ১০, সুনামগঞ্জে ৩৫ দশমিক ২৯, মৌলভীবাজারে ৩২ দশমিক ৩৫ ও হবিগঞ্জে ৫২ দশমিক ৫০।
এই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এরমধ্যে ৬ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্যদের মধ্যে ১ জন সুনামগঞ্জ জেলায় ও ৩ জন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। আগের দিন সিলেট জেলায় ১ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ৯১ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ ও হবিগঞ্জ জেলায় ২৯ জন মিলিয়ে ৪৭৩ জন। আগের দিন ২৩৪ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply