নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার শুরু হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো আজম খান ও কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি মধুসূদন চন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে ৪, ৫ ও ৬ মার্চ বিভাগীয় পর্যায়ে এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
মহানগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অাায়োজিত মেলায় ৪টি প্যাভিলিয়নে ৫২টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীগণ নাম নিবন্ধন করে প্রতিদিন লটারির মাধ্যমে অকষর্ণীয় পুরস্কার পেতে পারেন। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply