নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
শনিবার সকালে মহানগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো আজম খান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply