ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়া, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম-বিওএএফ, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশী সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন, তাদের পরিবারের অধিকার, নিরাপত্তা, মর্যাদা, ন্যায্য প্রাপ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-জিএফএমডি ২০১৬ উপলক্ষে বিভাগীয় অভিবাসী অধিকার নেটওয়ার্ক সম্মেলন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মহানগরীর মিরাবাজারে হোটেল সুপ্রিমের সম্মেলন কক্ষে আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব। উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মো নাজমুল আহসান। পটভূমি ও মূল বিষয় উপস্থাপন করেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাসিয়া খাতুন। প্যানেল আলোচক ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আইবিপি-ব্যবস্থাপক তানবীর মাহমুদ, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মো ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা ও রিডোর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ।
পরে বিভাগীয় এবং জেলা আহবায়ক কমিটি গঠন করা হয় যা পরবর্তী সময়ে অভিবাসী সংক্রান্ত বিষয়ে কাজ করবেন। বিভাগীয় কমিটির আহ্বায়ক নজমুল হক (আইডিয়া), যুগ্ম আহবায়ক জাকিয়া জালাল (বিএনডব্লিউএলএ) ও সদস্য সচিব এটিএম বদরুল ইসলাম (জেছিস)। জেলা কমিটির আহ্বায়ক সুব্রত বৈষ্ণব (এসডিএম ফাউন্ডেশন, হবিগঞ্জ), সদস্য নির্মল ভট্টাচার্য্য (সুজন, সুনামগঞ্জ), আবুল কালাম আজাদ (রাইজ ফাউন্ডেশন, সিলেট) ও তহিরুল ইসলাম মিলন (এমসিডা, মৌলভীবাজার)।
Leave a Reply