নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনায় আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং জেলা সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও অ্যাডভোকেট শাহ ফরিদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জরি নিবেদন করা হয়।
আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ সদস্য শাহানূর আহমদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Leave a Reply